Forventes på lager: 06-08-2019
টিভি২ ইস্ট জুটল্যান্ডের এক সাংবাদিক, অ্যানে লার্সেন, সিল্কেবর্গের অফিসার খুনের ঘটনাটা অনুসন্ধানের দেখভাল করছেন, যে অফিসারকে তাঁর বাড়ীর সামনেই তাঁর কোনো সহকর্মী গাড়ীর ধাক্কায় মেরে ফেলে। তাঁর আগ্রহ আরও বাড়িয়ে তোলে একটা অগ্নিকান্ডের ঘটনা, যেটা নিয়ে তিনি গোপনে তদন্ত করছিলেন। তিনি আরও খুঁটিয়ে ঘটনাটা পরখ করতে থাকেন। জোহান ব্যোয়ে ওই ঘটনাটা নিয়ে এতো মাথা ঘামাচ্ছিলেন কেন? তিনি কেন মানতে পারেননি যে এটি নিছকই গ্যাস লিক হয়ে ঘটা দুর্ঘটনা মাত্র?
ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন (জন্ম 1960) একজন ড্যানিশ লেখিকা। ম্যাডসেন মূলতঃ একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। 2008 সালে "ডুক্কেবারনেট" নামক অপরাধমূলক উপন্যাস দিয়ে তিনি তাঁর লেখিকা জীবনের সূচনা করেন, এবং তার পর থেকে তিনি একই ধারার বেশ কিছু বই লিখেছেন। সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল "ড্র্যাব এফটার বেগেরিং" (2009), "স্ল্যাঙ্গেনস গিফ্ট" (2014), "ডোমার ওগ বোডেল" (2015),"ব্লোডরেগেন" (2016) এবং "দ্য ক্লীনার" (2019)।
| Forlag | SAGA Egmont |
| Forfatter | – ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন |
| Type | Ebog |
| Format | epub |
| Sprog | Bengali |
| Udgivelsesdato | 06-08-2019 |
| Udgiver | SAGA Egmont |
| Oversætter | Saga Egmont |
| Sideantal | 25 Sider |
| Filtype | epub |
| Filversion | 2.0 |
| Filformat | Reflowable |
| Filstørrelse | 92 KB |
| Kopibeskyttelse | DigitalVandmaerkning |
| Datamining | Ikke tilladt |
| ISBN-13 / EAN-13 | 9788726227635 |